বন বিভাগের গাজীপুর কালিয়াকৈর রেঞ্জ অফিস শেখ হাসিনা সরকারের পতনের দিন ব্যাপক তান্ডবের শিকার হয়েছে। সে সময় লুট হয় ১২টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে আটশত রাউন্ড গুলি। আগ্নেযাস্ত্রের মধ্যে রয়েছে ৮টি চাইনিজ রাইফেল ও ৪টি শর্টগান। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াাৈরেরর রেঞ্জ অফিসার মনিরুল করিম। তিনি বলেন, শত শত জনতা মিছিল সহকারে অফিসে ঢুকে সে দিন। জীবন রক্ষায় তারা রেঞ্জ অফিস থেকে পালিয়ে যান। পরে তারা অফিস কক্ষ, কোয়ার্টারে ভাংচুর করে আগুন দেয়। পুড়িয়ে দেয়া হয় ৪টি মোটরসাইকেল, ভাংচুর করা হয় জীপ গাড়ী।
তিনি আরো বলেন, তান্ডবের মাঝেই অস্ত্র ও গুলিগুলো লুট হয়।
আতঙ্কে বন কর্মীরা:
অস্ত্র ও গুলি লুটের পর আতঙ্কে আছেন বনকর্মীরা। গত কয়েকদিনেও তারা মাঠ পর্যায়ে কাজ শুরু করতে পারেননি। এ সুযোগে দিনে ও রাতে বনভূমি অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। বনের জমিতে উঠছে ঘরবাড়ী। বনের গাছপালাও কেটে নিচ্ছে একটি শ্রেণী।
শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, বনের জমিতে একটি শ্রেণীর বিশেষ নজর আছে, তারাই এখন সুযোগ পেয়ে ঘরবাড়ী নির্মাণ করছেন, বনভূমি দখল করছেন মাঠ পর্যায় থেকে তাদের নানাভাবে হুমকী দেয়া হচ্ছে। তারা আতঙ্কে আছেন এখনও। সরকারী বনভূমি রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান তার।
এ বিষয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) বশিরুল আল মামুন বলেন, আমাদের মাঠ পর্যায়ের অবস্থা এখন খুবই শোচনীয় এটা বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসন এখন এ্যাক্টিভ হচ্ছে এটি ভালো দিক। তবে সবার আগে স্থানীয় এলাকাবাসীদের বন ও বনভূমি রক্ষায় এগিয়ে আসার আহবান তার