তিনি আরো জানান, পুলিশ সদস্যদের সততার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহবান জানান। এছাড়া সড়কে যানবাহনের শৃংখলা আনয়নের জন্য ট্রাফিক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।
গাজীপুর মেট্রোপলিন পুলিশ নগরীর আটটি থানায় জনগণকে সেবা দিতে শুরু করেছে। প্রায় সকল পুলিশ সদস্য কাজে যোগ দেওয়ায় পুলিশের মনোবল ফিরে এসেছে। জিএমপি পুলিশ কমিশনার মাহবুব আলম মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আটটি থানা এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
পুলিশ কমিশনার টঙ্গী স্টেশন রোড এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, থানা গুলোতে কার্যক্রম এবং মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু’একদিন লাগতে পারে। তবে পুলিশ সব ধরণের সেবা দিতে শুরু করেছে। সোমবার দিনের বেলায় পুলিশ পেট্রোল ডিউটি পালন করেছে বুধবার থেকে রাতেও পেট্রোল ডিউটি শুরু হবে।
তিনি আরো বলেন, পুলিশের মনোবল ফিরে এসেছে। জিএমপির যে থানা ও পুলিশবক্স গুলো ক্ষতিগ্রস্থ হয়েছিল সেগুলো মেরামত করা হচ্ছে। এগুলো মেরামত করতে কয়েকদিন সময় লাগবে। তবে কার্যক্রম অব্যাহত থাকবে। রাস্তায় যানবাহন শৃংখলায় সাধারণ শিক্ষার্থীরা যে দায়িত্ব পালন করছে তারা কত দিন এ দায়িত্ব পালন করবে তার সিদ্ধান্ত এখনো আসেনি। পুলিশ হেড কোয়াটার বা মন্ত্রনালয় থেকে সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য কাজে যোগ দিয়েছে। তবে যারা ছুটিতে আছেন বা কারো পিতা-মাতা বা স্বজন মারা গেছে অথবা অসুস্থ আছেন তারা বাড়িতে অবস্থান করছেন দুই একদিনের মধ্য তারাও কাজে যোগ দেবেন।
এসময় তার সঙ্গে অতিরিক্ত পুলিশ কমিশনার আহমার উজ্জামান, উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোঃ শামসুর রহমান, ইলতুৎমিশ, মোঃ ইব্রাহিম, আলমগীর হোসেনসহ উর্ধতন পুলিশ কমিশনারগণ উপস্থিত ছিলেন।