অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর আরও বাড়ছে; নতুন করে পাঁচজনকে নিয়ে আসা হচ্ছে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা বলেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৬ সদস্যের উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর সিদ্ধান্ত এসেছে সরকারের দিক থেকে। পরিষদে আরও পাঁচজনকে যুক্ত করার আভাস পাওয়া গেছে।
এদিন বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৪টায় বঙ্গভবনে উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে।