আলো বাতাস চলাচল করতে না পারলে পুরো বাসা বা কোনো ঘরে বাজে গন্ধ হতে পারে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ইম্প্যাক্ট ক্লিনিং প্রফেশনালস’য়ের প্রতিষ্ঠাতা টেইলর রাইলি বলেন, “ঘরে বাসি সোঁদা গন্ধ সাধারণত হয় ছত্রাক, ছাতা পড়া বা ব্যাক্টেরিয়ার কারণে। আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ এর জন্য দায়ী।”
তাই আর্দ্রতা দূর করা, ধুলা ঝারা ও শ্যাওলা বা ছত্রাক গজালে সেগুলো পরিষ্কার করাই হবে প্রধান কাজ।
সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
লাইফস্টাইল জেনে রাখুন
ঘরের ভেতর বাসি গন্ধ দূর করার পন্থা
ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে ঘরে বাসি দুর্গন্ধ হয়।
ঘরের ভেতর বাসি গন্ধ দূর করার পন্থা
ছবি: পেক্সেল্স ডটকম।
লাইফস্টাইল ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Aug 2024, 08:06 PM
Updated : 14 Aug 2024, 08:06 PM
sharethis sharing button
আলো বাতাস চলাচল করতে না পারলে পুরো বাসা বা কোনো ঘরে বাজে গন্ধ হতে পারে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ইম্প্যাক্ট ক্লিনিং প্রফেশনালস’য়ের প্রতিষ্ঠাতা টেইলর রাইলি বলেন, “ঘরে বাসি সোঁদা গন্ধ সাধারণত হয় ছত্রাক, ছাতা পড়া বা ব্যাক্টেরিয়ার কারণে। আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ এর জন্য দায়ী।”
তাই আর্দ্রতা দূর করা, ধুলা ঝারা ও শ্যাওলা বা ছত্রাক গজালে সেগুলো পরিষ্কার করাই হবে প্রধান কাজ।
পুরোপুরি পরিষ্কার করা দিয়ে শুরু করা
সারা ঘর সার্বিকভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সময় নিয়ে খেয়াল করতে হবে কোথাও পানি জমে কিনা, ছত্রাক গজিয়েছে কিনা ইত্যাদি। প্রয়োজনে সেগুলো নিরসনে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আসবাবপত্র সরিয়ে ভালোভাবে ঘরের কোনা মেঝে পরিষ্কার করে নতুনভাবে সাজালে সমস্যা দূর হয়।
ছত্রাক ও ছাতা পড়লে গভীরভাবে পরিষ্কার করা
ছত্রাক এক ধরনের গ্যাস নির্গত করে। যে কারণে ঘরে বাজে গন্ধ হয়। সঠিকভাবে ছত্রাক দূর করতে পারলে দুর্গন্ধের সমস্যা কমে আসে।
প্রথম ধাপ হল ছত্রাকের উৎস খুঁজে বের করা। তারপর সমপরিমাণ ব্লিচ ও পানি মিশিয়ে ছত্রাক পরিষ্কারে কাজে লাগানো যাবে। এছাড়া বাজারে নানান ধরনের পরিষ্কারক পাওয়া যায়।
“তবে যেটাই ব্যবহার করা হোক নিজের নিরাপত্তার জন্য হাতে গ্লভস ও সুরক্ষক পোশাক পরা উচিত” মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘হোমক্লিন্স’য়ের প্রতিষ্ঠাতা এবং ‘মোল্ড অ্যান্ড এয়ার কোয়ালিটি’ বিশেষজ্ঞ মাইকেল রুবিনো।
সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
লাইফস্টাইল জেনে রাখুন
ঘরের ভেতর বাসি গন্ধ দূর করার পন্থা
ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে ঘরে বাসি দুর্গন্ধ হয়।
ঘরের ভেতর বাসি গন্ধ দূর করার পন্থা
ছবি: পেক্সেল্স ডটকম।
লাইফস্টাইল ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Aug 2024, 08:06 PM
Updated : 14 Aug 2024, 08:06 PM
sharethis sharing button
আলো বাতাস চলাচল করতে না পারলে পুরো বাসা বা কোনো ঘরে বাজে গন্ধ হতে পারে।
এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের অনলাইন ভিত্তিক পরিষ্কারক প্রতিষ্ঠান ‘ইম্প্যাক্ট ক্লিনিং প্রফেশনালস’য়ের প্রতিষ্ঠাতা টেইলর রাইলি বলেন, “ঘরে বাসি সোঁদা গন্ধ সাধারণত হয় ছত্রাক, ছাতা পড়া বা ব্যাক্টেরিয়ার কারণে। আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ এর জন্য দায়ী।”
তাই আর্দ্রতা দূর করা, ধুলা ঝারা ও শ্যাওলা বা ছত্রাক গজালে সেগুলো পরিষ্কার করাই হবে প্রধান কাজ।
পুরোপুরি পরিষ্কার করা দিয়ে শুরু করা
সারা ঘর সার্বিকভাবে পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে সময় নিয়ে খেয়াল করতে হবে কোথাও পানি জমে কিনা, ছত্রাক গজিয়েছে কিনা ইত্যাদি। প্রয়োজনে সেগুলো নিরসনে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আসবাবপত্র সরিয়ে ভালোভাবে ঘরের কোনা মেঝে পরিষ্কার করে নতুনভাবে সাজালে সমস্যা দূর হয়।
ছত্রাক ও ছাতা পড়লে গভীরভাবে পরিষ্কার করা
ছত্রাক এক ধরনের গ্যাস নির্গত করে। যে কারণে ঘরে বাজে গন্ধ হয়। সঠিকভাবে ছত্রাক দূর করতে পারলে দুর্গন্ধের সমস্যা কমে আসে।
প্রথম ধাপ হল ছত্রাকের উৎস খুঁজে বের করা। তারপর সমপরিমাণ ব্লিচ ও পানি মিশিয়ে ছত্রাক পরিষ্কারে কাজে লাগানো যাবে। এছাড়া বাজারে নানান ধরনের পরিষ্কারক পাওয়া যায়।
“তবে যেটাই ব্যবহার করা হোক নিজের নিরাপত্তার জন্য হাতে গ্লভস ও সুরক্ষক পোশাক পরা উচিত” মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ‘হোমক্লিন্স’য়ের প্রতিষ্ঠাতা এবং ‘মোল্ড অ্যান্ড এয়ার কোয়ালিটি’ বিশেষজ্ঞ মাইকেল রুবিনো।
শক্ত মেঝে থেকে শুরু করে, দেয়াল, কার্পেট, টাইলস সব কিছু ভালো মতো পরিষ্কার করার ব্যবস্থা নিতে হবে।
বাতাস চলাচলের ব্যবস্থা করা
ঘরে ভালো মতো আলো বাতান না খেললে, বাজে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক।
এই বিষয়ে রাইলি বলেন, “ভালো মতো আলো বাতাস চলাচল করলে ঘরের আর্দ্রতা হ্রাস পায়। বাইরের টাটকা বাতাস ঘরের দুর্গন্ধ দূর করতে সাহয্য করে।”
এজন্য ভারী পর্দা থাকলে সরিয়ে দেওয়া, ফ্যান ছেড়ে ঘরের আবদ্ধ বাতাস দূর করা যেতে পারে। আর ঘরে সূর্যের আলো ঢোকার ব্যবস্থা করতে হবে।
বাজে দুর্গন্ধ হওয়া জিনিস ফেলে দেওয়া বা পরিষ্কার করা
কার্পেট, আসবাব ঢেকে রাখার কাপড়, বালিশ, কম্বল, আসবাব বা পোশাক- ইত্যাদি যদি বাজে দুর্গন্ধের কারণ হয় তবে অবশ্যই সেগুলো ভালো মতো ধুতে হবে। আর নষ্ট হলে ফেলে দেওয়া হবে বুদ্ধিমানের কাজ।
ওয়াশিং মেশিন
ঘরে কাপড় ধোয়ার যন্ত্র থাকলে সেটার দিকে নজর দেওয়া উচিত। কাপড় থেকে যদি স্যাঁতস্যাঁতে গন্ধ বের হয় তবে হতে পারে সেটা ওয়াশিং মেশিনের সমস্যা।
এক্ষেত্রে অভিজ্ঞ পেশাদার মিস্ত্রিকে দিয়ে ওয়াশিং মেশিং পরখ করানো ও পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে। এছাড়া বাজারে নানান ধরনের ওয়াশিং মেশিন পরিষ্কারক পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেতে পারে।