সব
facebook raytahost.com
বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানাই: যুক্তরাষ্ট্র | আজকের বাণী

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানাই: যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানাই: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত ও এ অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও স্বাগত জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্যাটেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভারতীয় অংশীদার ও এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা ও যোগাযোগ অব্যাহত রেখেছে।

‘আমি গোপনীয়তার কারণে কূটনীতিক আলোচনার বিস্তারিত জানাবো না, তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চাপ অব্যাহত রেখেছি’, যোগ করেন তিনি।

দুই ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ও শ্রি থানেদার পৃথকভাবে চিঠি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে অনুরোধ করেছেন যাতে তিনি বাংলাদেশে হিন্দুদের জীবন রক্ষা ও তাদেরকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেন।

পররাষ্ট্রমন্ত্রী এই চিঠিগুলো পেয়েছেন কী না, বা এ বিষয়ে কোনো উদ্যোগ নেবেন কী না, এ প্রশ্নের জবাবে প্যাটেল জানান, পররাষ্ট্র দপ্তর নিয়মিত কংগ্রেস সদস্যদের সঙ্গে আলোচনা ও যোগাযোগ করে থাকে। তবে তিনি কোনো সুনির্দিষ্ট চিঠির বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

তিনি বলেন, ‘শান্তি বজায় রাখা ও সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও এর প্রধান উপদেষ্টা ড.ইউনূস যে আহ্বান জানিয়েছে, আমরা তাকে স্বাগত জানাই। একইসঙ্গে আমরা নতুন সরকারের দেশে নিরাপত্তা ফিরিয়ে আনা ও সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা দেওয়ার উদ্যোগকেও স্বাগত জানাই।’

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
ধানমন্ডি ৩২ : বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকে

ধানমন্ডি ৩২ : বাড়ির কাঠামো খুলে নিয়ে যাচ্ছে অনেকে

পুড়ে যাওয়া সুধাসদনের আসবাব নিয়ে যাচ্ছে মানুষ

পুড়ে যাওয়া সুধাসদনের আসবাব নিয়ে যাচ্ছে মানুষ

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ চীনের

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ চীনের

সীমান্তে উত্তেজনা কমাতে ‘অপপ্রচার’ বন্ধে একমত বিজিবি-বিএসএফ

সীমান্তে উত্তেজনা কমাতে ‘অপপ্রচার’ বন্ধে একমত বিজিবি-বিএসএফ

নতুন বছরে তারেক রহমানের বার্তা

নতুন বছরে তারেক রহমানের বার্তা

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যেমন খুশি তেমন সাজো

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যেমন খুশি তেমন সাজো

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।