শুক্রবার ১৬ আগস্ট সকালে গাজীপুর মহানগরের একটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১০ শাহীদ পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
গত জুলাই মাসের শুরু থেকে ৫ই আগস্ট পর্যন্ত চলমান আন্দোলনে বিভিন্ন সময়ে নিহতদের সুনির্দিষ্ট তালিকা সংগ্রহ করে পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় ও সাক্ষাতের মাধ্যমে এ আর্থিক সহায়তা দেয়ক হয়।
পরিবারের সদস্যদের মানসিক কষ্ট দূর করার চেষ্টা করেন। মহানগর আমীর সহ বিভিন্ন নেতৃবৃন্দ শহীদ পরিবারে সফর করার মধ্য দিয়ে সকলের পরিবারের খোঁজ খবর নেন এবং প্রাথমিক সহায়তা করেন।
উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন, মহানগর নায়েবে আমীর খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি হোসেন আলী ও আফজাল হোসেন, মহানগর কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী এবং অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত