গাজীপুরের বিভিন্ন থানা থেকে পুলিশের লুট হওয়া বিভিন্ন মডেলের বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র-গুলি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী।
সোমবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিস্তল তিনটি, শর্টগান পাঁচটি, জি-২২ ওয়ালটার একটি, পিস্তলের ম্যাগাজিন ৬ টি, পিস্তল বক্স ৪ ট, এসএমজি ম্যাগাজিন একটি, এমো ১০৩ টি, শর্টগান এমো ৮৩ রাউন্ড, বল এমো ২০ রাউন্ড উদ্ধার করেছে সেনাবাহিনী।
তিনি আরও বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। এখন যারা সেচ্ছায় অস্ত্র জমা দিবে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না। কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করলে সেক্ষেত্রে অপরাধ হিসেবে গন্য হবে।
এসময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান (পিএসসি,জি) অধিনায়ক, ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবাল, গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী সফিকুল আলম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ইলতুৎ মিশ, জিএমপির সদর জোনের এসি ফাহিম আসজাদ সহ সেনাবাহিনীর কর্মকর্তারা।