সব
facebook raytahost.com
সাবেক প্রতিমন্ত্রীর বাসায় মিললো টাকা আর টাকা | আজকের বাণী

সাবেক প্রতিমন্ত্রীর বাসায় মিললো টাকা আর টাকা

সাবেক প্রতিমন্ত্রীর বাসায় মিললো টাকা আর টাকা

রাজধানীর বনানীতে অবস্থিত সাবেক বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ‘প্রিয়প্রাঙ্গণ’ ভবনে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার দুপুর দুইটা পর্যন্ত অভিযান চালিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এসময় ভবনটিতে থাকা বিপুর ব্যক্তিগত অফিস ও তার ভাই ইনথেখাদুল হামিদের ‘হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন লি.’ অফিস থেকে বেশকিছু ভোল্ট জব্দ করা হয়। এসব ভোল্ট থেকে ১ কোটি ৫১ হাজার বাংলাদেশি টাকা, ৫শ’ ১০ তুর্কি লিরা, ২শ’ বিট্রিশ পাউন্ড, ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত থেকেই ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা। রাত আড়াইটা থেকে শুরু হওয়া অভিযানটি চলে বুধবার দুপুর ২টা পর্যন্ত।

অভিযান পরিচালনাকারি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রিয়প্রাঙ্গণ ভবনের তিনতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের রুমে বড় ভল্টের পাশের টেবিলের ড্রয়ার থেকে ৫শ’ টাকার ৪শ’টি নোট, ১ হাজার টাকার ৭৫টি, ২শ’ টাকার ১শ’ টি নোট, ৫শ’ টাকার ২২টি, ১শ’ টাকার ২৭টি নোটসহ সবমিলিয়ে ৩ লাখ ৮ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। ওই একই রুমের বামদিকের আরেকটি ড্রয়ার থেকে ৫শ’ টাকার ১শ’ টি নোট, ৫শ’ টাকার ৩০টি নোট, ১শ’ টাকার ১শ’ টি নোট, ১শ’ টাকার ৪৬টি নোট, ৫শ’ টাকার ৪টি নোট, ১শ’ টাকার ৪০টি নোটসহ ৮৫ হাজার ৬শ’ টাকা জব্দ করা হয়। সবমিলিয়ে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুটি ড্রয়ার থেকে ৩ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

ভবনটির ছয়তলার হামিদ গ্রুপের অফিসে ১ হাজার টাকার ২০টি বান্ডেল পাওয়া যায়। প্রতি বান্ডেলে ১শ’ টি করে নোট ছিল। এ ছাড়াও ৫শ’ টাকার ১২০টি নোট, ১শ’ টাকার ৩টি বান্ডেল, ১শ’ টাকার নোট ২০টি, ১হাজার টাকার নোট ১টিসহ সর্বমোট ২০ লাখ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়েছে। ওই অফিস থেকে ৫০ পাউন্ডের ৪টি নোট, যার একটি ছেড়া, তুর্কি মুদ্রা (লিরা) ২০০ লিরার একটি নোট, ১০০ লিরার মোট ২টি, ৫০ লিরার নোট ১টি, ২০ লিরার নোট ১টি, ১০ লিরার নোট ৪টিসহ সর্বমোট ৫১০ লিরা জব্দ করা হয়।

অভিযান চলাকালে ভবনটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উপস্থিত ছিলেন। এসময় নুরুল হক নুর অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলন দমাতে বিপুলসংখ্যক অর্থায়ন এ ভবনটি থেকেই যায়। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয়েছে ভবনের ফ্লোরগুলোতে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার রিয়াজুল হক বলেন, অভিযানে নগদ বাংলাদেশি টাকা ১ কোটি ৫১ হাজার ও বিদেশি মুদ্রা ৫শ’ ১০ তুর্কি লিরা ও ২শ’ বিট্রিশ পাউন্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১টি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে।

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

টানা ১০ দিনের কর্মসূচি দিল বিএনপি

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

চা শ্রমিকদের কষ্টের জীবন

চা শ্রমিকদের কষ্টের জীবন

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১, ক্ষতিগ্রস্ত ৫৮ লাখ মানুষ

সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষন দিবেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষন দিবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।