১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। ধর্মের ভিত্তিতে বিভক্ত হওয়া দুটি দেশের একটি পাকিস্তান। তার আবার দুটি অংশ ছিল- পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান।
হাজার মাইল দূরত্বে ভাষা ও সংস্কৃতির সাথে সম্পর্কহীন শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশ এবং রাষ্ট্র যে অকার্যকর তার প্রমাণ ছিল অনিবার্য ৭১।
ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদে ধর্মীয় পরিচয় গৌণ আর ব্যক্তিগত। ফলত ৭১-এর যুদ্ধ পরবর্তী অর্জিত স্বাধীন বাংলাদেশ আদর্শিকভাবে ধর্মীয় পরিচয়কে অগ্রাহ্য করেছিল সাংবিধানিকভাবে। আমরা ধর্মীয় বিভেদের উর্দ্ধে এক স্বাধীন দেশ পেয়েছিলাম,যার বিনিময় ছিল রক্ত, যে রক্তের ধর্মীয় পরিচয় ছিল না।
২০২৪-এ দাঁড়িয়ে সহস্র নিষ্পাপ প্রাণের বিনিময়ে আমরা আবার শুনছি- আমরা স্বাধীন হয়েছি। গণ অভ্যুত্থান নয়,গণ বিপ্লব নয়, ক্ষমতা বদল নয়, একনায়কতন্ত্রের পতন নয়- স্বাধীন।