সব
facebook raytahost.com
গাজীপুরে হাসিনা-কাদেরসহ ১১৫ জনের নামে হত্যা মামলা | আজকের বাণী

গাজীপুরে হাসিনা-কাদেরসহ ১১৫ জনের নামে হত্যা মামলা

গাজীপুরে হাসিনা-কাদেরসহ ১১৫ জনের নামে হত্যা মামলা

গাজীপুর মহানগরের গাছা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে একজনকে হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১১৫ জনের নামে মামলা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় নিহত মো. আরিফ ব্যাপারীর (২৮) বাবা মো. রজ্জব আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চাঁদপুরের মতলব উপজেলার টরকীকান্দা এলাকার বাসিন্দা আরিফ তার বাবার সঙ্গে গাজীপুর মহানগরীর গাছা এলাকার পূর্ব কলমেশ্বরের (মৃধাবাড়ী) হাজী সাইফুলের বাড়িতে ভাড়া থেকে হকারি মালামালের ব্যবসা করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, এই মামলায় সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ আটজনকে হুকুমের আসামি করা হয়েছে। মামলায় ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ে আরও তিনশ থেকে সাড়ে তিনশ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে, জিএমপি’র কাশিমপুর থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বুধবার রাতে কাশিমপুর থানায় হত্যাচেষ্টা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে। এতে ৫৬ জনের নাম উল্লেখ করে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলাটি করেন মহানগরীর কাশিমপুরের লতিফপুর এলাকার মো. সোহেল রানা।

মামলার বাদী সোহেল রানা এজাহারে উল্লেখ করেন, তিনি একটি কোম্পানির স্টেশনারি পণ্যের বিক্রয় প্রতিনিধি হিসেবে বিভিন্ন দোকানে পণ্য সরবরাহ করেন। গত ৪ আগস্ট বিকেল চারটার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী বাসস্ট্যান্ডে রাস্তার ওপর অবস্থান করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা চক্রবর্তী বাসস্ট্যান্ড অবস্থান করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

এ সময় আ ক ম মোজাম্মেল হকসহ অন্য আসামি এবং ২০০-৩০০ জন আওয়ামী সন্ত্রাসী বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর আক্রমণ করে গুলি করতে থাকে। এ সময় একটি গুলি তাঁর ডান পায়ে হাঁটুর নিচে লেগে বের হয়ে চলে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মীর আসাদুজ্জামান তুলা প্রমুখ।

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে  শ্রীপুর পৌর বিএনপির আনন্দ মিছিল

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুর পৌর বিএনপির আনন্দ মিছিল

কাশিমপুর কারাগার থেকে মুক্ত জীবনের স্বাদ পেলেন ১২৬ সদস্য

কাশিমপুর কারাগার থেকে মুক্ত জীবনের স্বাদ পেলেন ১২৬ সদস্য

শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

শ্রীপুরে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।