রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি ছাড়া শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রোববার সকাল ৮টা ১০ মিনিটে এই পানি ছাড়া হয়।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি ছাড়া হয়েছে। এর মাধ্যমে ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে। এতে করে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই।’
টানা বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেছে। এতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় গেটগুলো খুলে দেওয়া হয়।