বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র গাজীপুরের শ্রীপুরে নিহত আট পরিবারের মাঝে দুই লাখ টাকা করে মোট ষোল লাখ টাকার আর্থিক সহায়তা দিলো জামায়াত ইসলাম শ্রীপুর উপজেলা শাখা।
মাওনা চৌরাস্তার বেগম আয়েশা অডিটরিয়ামে ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া ও আলোচনা সভায় এ সহায়তা দেয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির আনম শামসুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর পৌর জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম। এসময় নিহত পরিবারের পক্ষে তাদের স্বজনেরা এ অর্থ গ্রহন করেন।