প্রায় ৩৭ দিন বন্ধ থাকার পর রোববার থেকে আবার মেট্রোরেলের নিয়মিত চলাচল শুরু হয়েছে।
সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা থেকে প্রথম ট্রেনটি ছেড়েছে আর মতিঝিল অংশ থেকে ছেড়েছে ৭টা ৩০ মিনিটে।
তবে কাজীপাড়া ও মিরপুর -১০ স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই দুটি স্টেশনে মেট্রোরেল থামছে না।
গত ১৯ই জুলাই কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় সাপ্তাহিক ছুটির দিনেও কাজীপাড়া ও মিরপুরের স্টেশন দুটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল। পরদিন শনিবার থেকে মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।