বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে বাহিনীর উপ-মহাপরিচালক (ডিডিজি) পদমর্যাদার নয় জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ এর উপসচিব ফৌজিয়া খানের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারি করা বদলির এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছেন আনসার সদস্যরা।
রোববার সকাল থেকে তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে একপর্যায়ে তারা সচিবালয় অবরুদ্ধ করে ফেলে।
এতে সরকারি কর্মকর্তা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ভেতরে আটকা পড়েন।
পরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি ফেসবুক পোস্ট জানালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কয়েক হাজার শিক্ষার্থী সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যান।
সেখানে আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে দুই পক্ষের সংঘাতে বেশ কয়েকজন আহত হন।
পরে শিক্ষার্থীরা তাদের অবস্থান জোরদার করলে আনসার সদস্যরা সরে দাঁড়ান।