সব
facebook raytahost.com
গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচী  | আজকের বাণী

গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচী 

গাজীপুরে গার্মেন্টস কারখানায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচী 

গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানায় নৈরাজ্য, বিশৃংখলা ও ভাংচুরের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচী পালন করেন।

 

 মঙ্গলবার গাজীপুরের গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা টঙ্গী, গাছা ও চৌরাস্তার বিভিন্ন কারখানা এলাকায় তারা এ অবস্থান কর্মসূচী পালন করেন।

 

গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং  বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মীরা এসব অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

 

মহানগর বিএনপির সংশ্লিষ্ট  সূত্র জানায়, মঙ্গলবার সকালে টঙ্গীর বিসিক শিল্প এলাকা ও লিলি ফুড মোড়ে টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচী পালন করেন। এসময়  বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারন সম্পাদক গাজী সালাহ উদ্দিন। উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোফাজ্জল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর মহানগর যুব দলের যুগ্ম আহবায়ক ফয়েজ বিন প্রবাল, শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন প্রমুখ।

 

 পরে গাছা থানা বিএনপির উদ্যোগে এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে মালেকের বাড়ী এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক কামাল হোসেনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দুপুরে গাজীপুর মহানগরের  চান্দনা চৌরাস্তা এলাকায়  বাসন থানা মেট্রো থানা বিএনপির উদ্যোগে পৃথক আরো একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে এম মঞ্জুরুল করিম রনিসহ গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সুরুজ আহমেদ, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুব নেতা সুমন পালোয়ানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসব অবস্থান কর্মসূচী চলাকালে বিএনপি নেতৃবৃন্দ বিভিন্ন  কারখানার মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সাথে কর্মপরিবেশ নিয়ে কথা বলেন । গার্মেন্টস সেক্টরের  স্থিতিশীল পরিবেশ যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য তাদের সর্বাত্তক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। বিএনপির এ ধরনের কর্মসূচীতে সন্তোষ প্রকাশ করেন মালিক শ্রমিকরা।

 

এসব বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ করছি, বিভিন্ন দাবী দাওয়া আদায়ের নামে কিছু লোক শ্রমিকদেরকে ব্যবহার করে আন্দোলনের নামে নানা ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। অনেক গার্মেন্টস কারখানা ভাংচুর করা হয়েছে। জোর করে শ্রমিকদেরকে কর্মবিরতিতে বাধ্য করছে। এসব নৈরাজ্য ও বিশৃংখল পরিস্থিতিতে অনেক কারখানা মালিক ও প্রশাসনের লোকজন আমাদের সহযোগিতা চেয়েছেন। তাই আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আজ মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচী পালন করেছি । কোন পক্ষ যেন কোন ধরনের অপ্রীতিকর কোন ঘটনা না ঘটাতে পারে এজন্য আমরা কারখানা কর্তৃপক্ষকে সর্বাত্নক সহযোগিতা প্রদান অব্যাহত রাখব।

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে  শ্রীপুর পৌর বিএনপির আনন্দ মিছিল

নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুর পৌর বিএনপির আনন্দ মিছিল

কাশিমপুর কারাগার থেকে মুক্ত জীবনের স্বাদ পেলেন ১২৬ সদস্য

কাশিমপুর কারাগার থেকে মুক্ত জীবনের স্বাদ পেলেন ১২৬ সদস্য

শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া ও শীতবস্ত্র বিতরণ

শ্রীপুরে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

শ্রীপুরে গোসিঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।