সব
facebook raytahost.com
গাজীপুরে জাসদ নেতার রিসোর্ট থেকে কুমির উদ্ধার | আজকের বাণী

গাজীপুরে জাসদ নেতার রিসোর্ট থেকে কুমির উদ্ধার

গাজীপুরে জাসদ নেতার রিসোর্ট থেকে কুমির উদ্ধার

গাজীপুর মহানগরের নীলেরপাড়া এলাকায় জাসদ নেতা আসম আব্দুর রবের মালিকানাধীন পাখির স্বর্গ নামের এক রিসোর্ট থেকে ৯ বছর বয়সী লবণাক্ত পানির এক কুমির উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উদ্ধারের পর বিকেলে কুমিরটি গাজীপুরের সাফারি পার্কের কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম জানান, পাখির স্বর্গ রিসোর্টে কুমিরটি নিয়ম-নীতি বহির্ভূতভাবে লালন পালন করা হচ্ছিল এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে অভিযান চালানো হয়। দুপুরে কুমিরটি উদ্ধার করার পর বিকালে সাফারী পার্কে অবমুক্ত করা হয়েছে।
তিনি জানান, এটি সল্ট ওয়াটার প্রজাতির কুমির। যার বয়স হবে ৮ থেকে ৯ বছর। এটি মাদি,  কুমিরটি উদ্ধার কালে  মালিক পক্ষের কেউ ছিলেন না। তবে জানা গেছে রিসোর্টটির মালিক হলেন জাসদ নেতা আসম আব্দুর রব।
বন বিভাগ জানায়, বন্যপ্রাণী নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের মাধ্যমে ঢাকা বন বিভাগ জানতে পারে পাখির স্বর্গ রিসোর্টে একটি অবৈধ কুমির রয়েছে। কুমিরটির বয়স হবে আনুমানিক বিশ বছর। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী কর্মকর্তা-কর্মচারী এবং সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) এর সদস্যরা কুমিরটি উদ্ধার করেন।
গাজীপুর সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক আনিসুর রহমান বলেন, আমাদের বন্যপ্রাণী আইন অনুযায়ী নোনা পানির কুমির কোথাও রাখা যাবেনা। আমরা এখান থেকে যে কুমিরটি উদ্ধার করেছি এটি নোনা পানির কুমির যা এতদিন অবৈধভাবে আটক করে রাখা হয়েছিল।
সেভ ওয়াইল্ড লাইফ এবং নেচার (সোয়ান) এর প্রধান আদনান আজাদ বলেন, আমরা যখন জানতে পারি একজন নেতার রিসোর্টে অবৈধভাবে একটি কুমির রাখা আছে। বিষয়টি বন বিভাগকে অবগত করা হলে আজ তাদের সহযোগিতায় কুমিরটি উদ্ধার হয়।
শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

গাজীপুরে শহীদ  পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

গাজীপুরে শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।