সব
facebook raytahost.com
অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা | আজকের বাণী

অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা

অক্টোবর থেকে সুপারশপে পলিব্যাগ ব্যবহার না করার নির্দেশনা

আগামী পহেলা অক্টোবর থেকে সারা দেশের সুপারশপগুলোতে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার না করার নির্দেশনা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পলিব্যাগের বিকল্প হিসেবে সুপারশপে পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সুপারশপের মালিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক শেষে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

“পলিথিন ব্যাগের ব্যবহার তো আগেই সরকার নিষিদ্ধ করেছিল। কিন্তু নানান কারণে এর ব্যবহার বন্ধ করা যায়নি। এখন সুপারশপের মাধ্যমে আমরা নতুন করে সিদ্ধান্তটি কার্যকর করার চেষ্টা করছি,” বিবিসি বাংলাকে বলেন মিজ আহমেদ।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সুপারশপের মালিকরা সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তিনি।

“আমরা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি না। উনাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে উনারাও আমাদের কাছে কিছু সহযোগিতা চেয়েছেন। আমরা সেগুলো বিবেচনা করছি,” বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।

পর্যায়ক্রমে অন্যান্য দোকানপাটেও পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পরিবেশ রক্ষায় ২০০২ সালে পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। যদিও পরবর্তীতে সেটির খুব একটা কার্যকারিতা দেখা যায়নি।

শপিং ব্যাগ ব্যবহার না করার বিষয়ে চলতি মাসের মধ্যভাগ থেকে সারা দেশে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কাজে তরুণ ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা।

এছাড়া আগামী ৩০শে সেপ্টেম্বরের মধ্যে পলিথিন ব্যাগের বিকল্প পরিবেশ বান্ধব ব্যাগের উৎপাদনকারীদেরকে নিয়ে পরিবেশ অধিদপ্তর একটি মেলার আয়োজন করবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর
পুড়ে যাওয়া সুধাসদনের আসবাব নিয়ে যাচ্ছে মানুষ

পুড়ে যাওয়া সুধাসদনের আসবাব নিয়ে যাচ্ছে মানুষ

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ চীনের

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ চীনের

সীমান্তে উত্তেজনা কমাতে ‘অপপ্রচার’ বন্ধে একমত বিজিবি-বিএসএফ

সীমান্তে উত্তেজনা কমাতে ‘অপপ্রচার’ বন্ধে একমত বিজিবি-বিএসএফ

নতুন বছরে তারেক রহমানের বার্তা

নতুন বছরে তারেক রহমানের বার্তা

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যেমন খুশি তেমন সাজো

ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে যেমন খুশি তেমন সাজো

ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

ঠোঁট সেলাই, গোপন বন্দিশালা, সিমেন্টে বেঁধে নদীতে ফেলা- গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।