বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে ৯৭ জনের প্রাণ গেলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সেখানে আরও বলা হয়েছে, গত একদিনে সারা দেশে নতুন করে ড্ঙ্গেু আক্রান্তদের মধ্যে কমপক্ষে ৬১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অর্ধেকই ভর্তি হয়েছেন ঢাকার বিভিন্ন হাসপাতালে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৭৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৩৭ জন।
এর বাইরে, ঢাকা বিভাগের অন্য জেলার হাসপাতালে ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৪ জন, খুলনায় ৬০ জন, বরিশালে ২৪ জন, রাজশাহীতে ১৩ জন, ময়মনসিংহে ছয় জন এবং রংপুর বিভাগে দুই জন ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন মানুষ।
আর মারা যাওয়া ৯৭ জনের মধ্যে ৫১ দশমিক পাঁচ শতাংশ নারী এবং ৪৮ দশমিক পাঁচ শতাংশ পুরুষ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।