বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে সেনাপ্রধান তার বাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের বরাত দিয়ে এক খবরে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তাসংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)।
এসময় দেশব্যাপী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার ক্ষেত্রে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন সেনাপ্রধান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তাবিধান এবং সাম্প্রতিক বন্যায় ত্রাণ কার্যক্রম ও বানভাসি মানুষকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সেনাবাহিনীর প্রশংসা করেন রাষ্ট্রপতি।