- সীমান্তে মানুষ হত্যা বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক জোরদারের পথে একটি বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
“বাংলাদেশ-ভারত সম্পর্ক জনমানুষের পর্যায়ে জোরদার করা দরকার। সীমান্তে হত্যাকাণ্ড ঘটলে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে…আমরা এটা চাই না,” বলেন মি. হোসেন।
তিনি আরও বলেন, “সীমান্তে একটি মানুষ গুলি খেয়ে মারা গেলে সারা দেশে এর প্রতিক্রিয়া হয়, এবং সেটি নেতিবাচক প্রতিক্রিয়া, যা আমরা চাই না।”
রোববার রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার নিহত হওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার ‘কড়া’ প্রতিবাদ জানাবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
“আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র কাছ থেকে বিষয়টি নিশ্চিত হওয়ার অপেক্ষায় আছি। এটা পেলেই আমরা নয়াদিল্লির কাছে কড়া প্রতিবাদ জানাবো,” বলেন মি. হোসেন।
ভারতের সঙ্গে বাংলাদেশ ‘সার্বভৌম সমতার ভিত্তিতে’ সুসম্পর্ক রাখতে চায় বলেও জানিয়েছেন তিনি।