সব
facebook raytahost.com
কালীগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত | আজকের বাণী

কালীগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত

কালীগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া প্রাণ আরএফএল ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান।
নিহতদের পরিচয়:
নিহতদের মধ্যে নরসিংদী জেলার শিবপুর উপজেলার আখরাশাল গ্রামের রাবেয়া বেগম (৭০), মোহাম্মদ আলী (৫৫), আমানুল্লাহ (৫); গাজীপুর মহানগরীর নোয়াগাও গ্রামের অমল কুমার কর্মকার (৩৯) এবং সাতক্ষীরা জেলার ঝাউডাঙ্গা গ্রামের নাজমুল (৩৫)।
দুর্ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকায় প্রাণ-আরএফএলের একটি কাভার্ডভ্যান সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধারকৃত ৪ বছরের এক শিশুকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আহত সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করেছেন।
স্বাস্থ্যকেন্দ্রের তথ্য:
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজিনা আফরিন জানান, রাত সাড়ে ১১টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সিএনজি চালককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পুলিশের বক্তব্য:
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, এ সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

গাজীপুরে শহীদ  পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

গাজীপুরে শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।