সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরের তেলিহাটি ইউনিয়ন পরিষদ বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে।
বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি হিসেবে গ্রাম ও পাড়ায় পাড়ায় বিভিন্ন ধরনের প্রচারণা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
প্রথম দিন স্থানীয় টেংরা বাজার এলাকায় এ কার্যক্রম চলে। কর্মসূচী উদ্ভোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব হান্নান খান সহ সকল ইউপি সদস
ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নেয়া হয়েছে, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লায় মশক নিধন অভিযান পরিচালনা করা হবে।
সচিব হান্নান খান বলেন, ডেঙ্গুরোধে আমাদের মশক নিধন কার্যক্রম ও সচেতনতামূলক কর্মসূচী অব্যাহত থাকবে।