জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার নির্দেশনা চেয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুখমিলা জামান রিট আবেদন করেছেন।
সাবেক এই মন্ত্রীর আইনজীবী হিসেবে এ এম মাহবুব উদ্দিন খোকন মামলা পরিচালনা করছেন।
মি. খোকন বিএনপির যুগ্ম মহাসচিব।
রিটের শুনানি চলতি সপ্তাহে নয় বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
গত ১২ই অগাস্ট সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন সাইফুজ্জামানের স্ত্রী। গত ১৮ই অগাস্ট থেকে কয়েক দফায় এটি শুনানির জন্য কার্যতালিকায় আসে।
সবশেষ ১৭ই সেপ্টেম্বর আদালত এ সপ্তাহে শুনানি নয় বলে আদেশ দেয়।