প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও উইকেট শিকারের শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। ঋষভ পন্তকে তুলে নেন দ্বিতীয় সেশনের শুরুতেই। এরপর ৪২তম ওভারে পথের কাঁটা হয়ে থাকা জয়সোয়ালকে ১৪৮ কিমি গতির এক ডেলিভারিতে স্লিপে ক্যাচে পরিণত করেন নাহিদ রান। ঠিক এর ৪ বল পরই লোকেশ রাহুলকে তুলে নেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৩৪ বলে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে গিয়েছেন রবিন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ২১ রানে অপরাজিত অশ্বিন। ৭ রানে অন্য প্রান্ত ধরে রেখেছেন জাদেজা।