গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদের চালা গ্রামে আফির উদ্দিনের বাড়ি নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত জটিলতা। স্থানীয় দেলোয়ার হোসেনকে ১৫ হাজার টাকা মাসিক ভাড়ায় বাড়িটি দিয়েছিলেন আফির উদ্দিন। তবে ভাড়া পরিশোধে গড়িমসি শুরু হওয়ার পর মালিক ভাড়াটিয়ার কাছে পাওনা পরিশোধের জন্য চাপ দেন। কিন্তু দেলোয়ার হোসেন ভিন্ন পথে হেঁটে দাবী করেন, ওই বাড়িটির মালিক আসলে তিনি নিজেই। যদিও প্রশাসনের কাছে তিনি কোনো বৈধ মালিকানার প্রমাণ দেখাতে পারেননি।
ভুক্তভোগী আফির উদ্দিন জানান, তিনি ৮ শতক জমিসহ বাড়িটি ২০২৪ সালের ১৩ মে ৫৭৩৪ নং দলিলের মাধ্যমে ক্রয় করেন। এরপর স্থানীয় দেলোয়ার হোসেনকে মাসিক ১৫ হাজার টাকায় ভাড়া দেন। তবে ভাড়া নেওয়ার পর থেকেই দেলোয়ার নানা তালবাহানা শুরু করেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও দেলোয়ার তা এড়িয়ে যান। এমনকি তার স্ত্রী ও দুই সন্তানকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অভিযোগও প্রকাশ করতে থাকেন।
এ বিষয়ে দেলোয়ার হোসেন বলেন, তিনি বাড়িটি ভাড়া নিয়েছিলেন ঠিকই, তবে পরে একজনের কাছে বায়না করেছেন। তার অভিযোগ, আফির উদ্দিন তাদের কোনো সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার সজিব আহমেদ বলেন, তিনি উভয়পক্ষকে ডেকেছিলেন। তবে দেলোয়ার জমির মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।