কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ শিকারে যাওয়া পাঁচ জেলেকে মিয়ানমারের লোকজন ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার তাদের ধরে নিয়ে যাওয়ার পর বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “তাদের ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর আমাদের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ শুরু করেছি। আমরা চেষ্টা করছি তাদের ছাড়িয়ে আনার”।
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি বর্তমানে আরাকান আর্মির দখলে রয়েছে।