বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির নামে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে।
বুধবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর আদালতে মামলাটি করেন শওকাত হোসেন নামের এক ব্যক্তি।
বাদীর আইনজীবী এস এম মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্তের আদেশ দিয়েছেন। আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সিআইডিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।
বাদী এজাহারে উল্লেখ করেন, তাপসী তাবাসসুম একজন সরকারি কর্মচারী হয়ে ফেসবুকে পোস্ট করা মানে তিনি সরকার উৎখাত ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তার মন্তব্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ।