শিরোনাম: আপনারা পূজা উদযাপন করবে
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, “দুর্গাপূজা এখন আমাদের সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে এই উৎসব উদযাপন করতে চাই, একসাথে থাকতে চাই। আপনারা পূজা উদযাপন করবেন, আমরা সেটি উপভোগ করবো।”
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার একটি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি হরি নারায়ণ চৌহান, সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ বাসফোর, শ্রীপুর পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শেখ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, সহ-সভাপতি আবুল হোসেন, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন, মিজান মণ্ডল, দুলাল চৌহানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু আরো বলেন, “দুর্গাপূজা হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, তবে এটি এখন সকল ধর্মের মানুষের জন্য সার্বজনীন হয়ে উঠেছে। এখানে হিন্দু-মুসলমান সবার মধ্যে একাত্মতা রয়েছে। শ্রীপুরে কখনও দুর্গাপূজার নিরাপত্তা বিঘ্নিত হয়নি, হামলা বা নাশকতার কোনো ঘটনা ঘটেনি।”
গণঅভ্যুত্থানের প্রসঙ্গে তিনি বলেন, “গত জুলাই-আগস্টে জনগণের আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরশাসকের পতন ঘটেছে, যার ফলে দেশে নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্নীতিবাজ সরকার ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে, যারা দেশের সম্পদ পাচার করেছে, তারাই দেশ থেকে বিদায় নিয়েছে।”
তিনি আরো বলেন, “গত ১৭ বছরে তিন হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ৬০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। এ সময়ে শুধুমাত্র আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজন চাকরি পেয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এমনকি কথার স্বাধীনতাও ছিল না।”
তিনি আশা প্রকাশ করেন, “আমরা আর সেই দুর্নীতিবাজ ও স্বৈরাচারী সরকারের দিনগুলোতে ফিরে যেতে চাই না। আমরা চাই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে।”