সব
facebook raytahost.com
৩ দফা দাবিতে বাউবিতে আবারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন  | আজকের বাণী

৩ দফা দাবিতে বাউবিতে আবারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

৩ দফা দাবিতে বাউবিতে আবারো শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) গাজীপুর মূল ক্যাম্পাসে  ৩ দফা দাবিতে  মঙ্গলবার (২৯ অক্টোবর) বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাউবি’ ব্যানারে এই কর্মসূচি পালন করে। বিগত কয়েক সপ্তাহ ধরে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে এ আন্দোলন করে আসছে। আজকের কর্মসূচিতে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার উপস্হিত ছিলেন।
শিক্ষার্থীদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে- মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষার ব্যবস্থা করা এবং আইন প্রোগ্রামের শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়ন ; শহীদ আবু সাঈদ হল (ছাত্র) এবং শহীদ নাঈমা সুলতানা হল (ছাত্রী) এর লিখিত অনুমোদন দিয়ে দ্রুত সংস্কার করা; স্থগিত হওয়া ‘স্কুল অব ল’ চালু  এবং মুট কোর্ট ও ডিবেট ক্লাবের ব্যবস্থা করা।
মানব বন্ধনে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার  বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়ার সমূহ ন্যায্য এবং যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সহজেই নিয়মিত শিক্ষার্থীদের মূল ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা নিতে পারে এবং তার জন্য পর্যাপ্ত ব্যবস্হা আছে। কিন্তু আমরা শুনতে পেরেছি , এই বিশ্ববিদ্যালয়ের ভিসি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখনো বাস্তবায়ন করেন নি। এছাড়া শিক্ষক-কর্মকর্তারাও আন্দোলনের সময় দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও এখন তারা বিশ্বাসঘাতকতা করছেন যা খুবই দুঃখজনক। তিনি আরো বলেন, আমরা উপাচার্য, ডিনদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি-দাওয়া শীঘ্রই বাস্তবায়ন করতে হবে। যদি দাবি-দাওয়া বাস্তবায়ন না হয়; তাহলে আমরা প্রয়োজনে শিক্ষা উপদেষ্টার কাছে যাবো।
আইন প্রোগ্রামের শিক্ষার্থী খালিদ মিনহাজ তানিন বলেন, নতুন প্রশাসন আমাদের দাবি-দাওয়া বাস্তবায়নের ক্ষেত্রে ইতিমধ্যেই গড়িমসি শুরু করেছে। তাছাড়া এখনো স্বৈরাচারের দালাল রেজিস্ট্রার, ট্রেজারার স্বপদে বহাল রয়েছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।
শেয়ার

আপনার মতামত লিখুন :

এর আরও খবর

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

শ্রীপুরে জেলা বিএনপির সংশোধিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

গাজীপুরে শহীদ  পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

গাজীপুরে শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের অর্থ সহায়তা

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

শ্রীপুরে বিএনপিকে সংগঠিত করতে কাজ করছেন আবদুল হান্নান সজল

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

গাজীপুর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পিকআপ, নিহত ৩

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রীপুরে আনন্দ মিছিল

সর্বশেষ সংবাদ সর্বাধিক পঠিত
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
কার্যালয়: ১৯৫, ফকিরাপুল ১ম গলি, রহমান ম্যানশন, মতিঝিল, ঢাকা-১০০০।
ই-মেইল : [email protected]
© ২০২৩-২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত।