খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ-এর তিনজন কর্মী নিহত হওয়ার প্রতিবাদে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে প্রসীত বিকাশ খীসা সমর্থিত পক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকেই সড়কে অবস্থান নেয় বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার সকালে পানছড়ির উপজেলার দূর্ম শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হন।
বুধবার বিকেলে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্ধ্যায়র দিকে লাশের ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে অবরোধ কর্মসূচি ঘিরে যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর থাকার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।