দেশের অন্যতম শিল্পগোষ্ঠী নোমান গ্রুপের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি চক্র নানা অপপ্রচার চালাচ্ছে। অখ্যাত কিছু মিডিয়ায় অসত্য খবর প্রকাশ করে এ গ্রুপের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা হচ্ছে। এতে তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকরা। আর ক্ষোভে ফুঁসে উঠেছে এ গ্রুপের ৮০হাজার শ্রমিক।
নোমান গ্রুপের বিভিন্ন কারখানা শ্রমিকরা জানান, এই চক্রটি দেশের শিল্পকারখানা ধ্বংস করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে চায়। তারা চায়, ৮০ হাজার শ্রমিকের রুটি রোজগার বন্ধ করে দিতে। দেশের স্বার্থে এ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন শ্রমিকদের।
নোমান গ্রুপ কয়েকদশক ধরে সুনামের সাথে দেশে ও বিদেশে ব্যবসা করে যাচ্ছে। প্রতিষ্ঠান গড়ে তুলতে জমি কেনা থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে সচ্ছতার সাথে কাজ করা হয়। জমি কেনার সাথে কারো কোন অভিযোগ উঠেনি কখনও। প্রতিমাসের নির্দ্দিষ্ট তারিখে নিয়মিত বেতন ভাড়া প্রদান করায় কখনই কোন শ্রমিক বিক্ষোভ হয়নি কোন কারখানায়। শ্রমিক ও মালিক সবাই আন্তরিকতার সাথে কাজ করে প্রতিটি প্রতিষ্ঠানে। বিদেশী আয়ে রিজার্ভ বাড়াচ্ছে এ গ্রুপটি। নোমান গ্রুপের মূল চেতনা হলো দেশের মানুষের কল্যান, দেশের উন্নতি ও অগ্রগতি।
বন্দরনগরী চট্রগ্রাম ছাড়াও গাজীপুরের টঙ্গী, শ্রীপুরের মাওনা, তেলিহাটি, কেওয়া ভালুকার জামিরদিয়া এলাকায় সড়ক সংস্কার, মসজিদ মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ণ সহ নানা সেবামূলক কাজ করে আলোকবর্তিকা হিসেবে কাজ করছে বহুদিন ধরে। নোমানগ্রুপের কল্যাণে আজ গ্রাম থেকে শহরে রুপান্তর হয়েছে বহু এলাকা।
সব সময় মহান মুক্তিযুদ্ধের আদর্শ, ৫ আগষ্ট পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুন প্রজন্মের পাশে থাকবে নোমান গ্রুপ।
দেশের সফল একটি ব্যবসায়ী শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ রইলো দেশবাসীর পক্ষ থেকে।