০৩ অক্টোবর রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিষ্টার সজিব আহমেদ।
সভায় মাদক নির্মুল, যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কল্পে ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, ওসি জয়নাল আবেদীন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম, মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান প্রমুখ।