ঢাকার রাস্তায় এখন থেকে কোনও দোকান বসতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তবে, ফুটপাতে দোকান বসতে পারবে কী না জানতে চাইলে তিনি বলেন, “রাস্তা আর ফুটপাত আলাদা জিনিস। রাস্তায় দোকানপাট বসতে পারবে না।”
চাঁদাবাজি নিয়ন্ত্রণের ব্যাপারে উপদেষ্টা স্বীকার করেন যে চাঁদাবাজি আগের তুলনায় বেড়ে গেছে।
তিনি বলেছেন, “তবে যত প্রভাবশালীই হোক, কোনোভাবেই চাঁদাবাজি করতে দেয়া হবে না।