গবাদিপশু ও হাঁস-মুরগির জন্য নির্ধারিত সরকারি ভ্যাকসিন অবৈধভাবে মজুত ও বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার আল রাজি পোল্ট্রি মেডিসিন সপ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল। অভিযানে সহযোগিতা করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং গাজীপুর ওষুধ প্রশাসন।
অভিযানের বিবরণ
আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, দোকানটিতে খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ সরকারি ভ্যাকসিন মজুত রাখা হয়েছে। দোকানের মালিক অবৈধভাবে সংগ্রহ করা এই ভ্যাকসিন বেশি দামে বিক্রি করছিলেন।
অভিযানে দোকান থেকে প্রায় ৩৬ হাজার টাকার মূল্যের সরকারি ভ্যাকসিন উদ্ধার করা হয়। দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সরকারি ভ্যাকসিন খোলা বাজারে আসার পদ্ধতি সম্পর্কে তথ্য নেওয়া হয়।
প্রশাসনের মন্তব্য
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আশ্রাব হোসেন বলেন,
“সরকারি ভ্যাকসিন নির্ধারিত স্বল্পমূল্যে সরবরাহ করা হয়। তবে অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানটি এই ভ্যাকসিন অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রি করছিল। এটি সম্পূর্ণ বেআইনি।”
অভিযানে গাজীপুর ওষুধ প্রশাসনের ড্রাগ অফিসার তানজিনা আফরিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সাজা ও জব্দ
ভ্রাম্যমাণ আদালত ব্যবসা প্রতিষ্ঠানকে দুটি আইনে এক লাখ টাকা জরিমানা করে এবং জব্দকৃত ভ্যাকসিনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।
প্রশাসন সাধারণ জনগণকে এই ধরনের বেআইনি কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।