গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবারও ঢাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।
সোমবার সকাল সাড়ে ১০টার থেকে আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ ব্যাটারি রিকশাচালকরা।
এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এ অবস্থায় বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে তাদের।
ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন ব্যাটারিচালিত অটো রিকশাচালকরা।
এদিকে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করার ব্যাপারে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।