সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর
টেক
এখন লোকেশন শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম মেসেজে
এক ঘণ্টা পর্যন্ত নতুন লোকেশন শেয়ারের ফিচারটি চালু করা যাবে। আর এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছেই দেখাবে।
এখন লোকেশন শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম মেসেজে
ছবি: ইনস্টাগ্রাম
প্রযুক্তি ডেস্ক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Nov 2024, 05:51 PM
sharethis sharing button
নিজেদের ডিএম বা ডিফল্ট মেসেজে বাড়তি কিছু ফিচার যোগ করেছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। কনসার্ট দেখতে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে আর চিন্তা নেই, এখন বন্ধুদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন মেসেজ অপশনেই।
পাশাপাশি, এখন ডিফল্ট মেসেজ অপশনে বন্ধুদের মজার সব ডাকনামও যোগ করতে পারবেন। ডিফল্ট মেসেজে শেয়ার করার মতো তিনশোর বেশি নতুন স্টিকারও এসেছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
এক ঘণ্টা পর্যন্ত নতুন লোকেশন শেয়ারের ফিচারটি চালু করা যাবে। আর এটি শুধু প্রাইভেট মেসেজে থাকা চেনাজানা লোকদের কাছেই দেখাবে। আর নির্ধারিত চ্যাটি বক্সের বাইরের কারও কাছেও ফরওয়ার্ড করা যাবে না এ লোকেশন।
ফিচারটি ডিফল্টভাবে বন্ধ থাকে। আর এটি চালু করা প্রতিটি চ্যাট বক্সের ওপরে ‘ইউ আর শেয়ারিং ইয়োর লোকেশন’ লেখা নোটিফিকেশন পাবেন ব্যবহারকারী। ম্যানুয়ালি বা নিজে থেকেও যে কোনো সময় লোকেশন শেয়ার করার ফিচার বন্ধ করে নিতে পারেন।
‘নিকনেইম’ ফিচারের মাধ্যমে মেসেজে বন্ধুদের ডাক নাম যোগ করা যাবে।
“রসিকতা করে বন্ধুকে কোন নাম দিতে বা কেবল তাদের চেনা সহজ করতে নিকনেইম ফিচার ব্যবহার করতে পারেন।” – ফিচার ঘোষণায় বলেছে ইনস্টাগ্রাম।
চিন্তার কিছু নেই এসব ডাকনাম শুধু ডিফল্ট মেসেজেই দেখানো হবে, প্ল্যাটফর্মের অন্য কোথাও নয়। একজন ব্যবহারকারী যে কোনো সময় বন্ধুদের ডাকনাম বেছে নিতে ও বদলাতে পারবেন।
ফিচারটি ব্যবহারের জন্য, চ্যাট বক্সের শীর্ষে থাকা নামের ওপর চাপুন। ‘নিকনেইম’ অপশনটি বেছে নিন, ও যে ইউজারনেইম পরিবর্তন করতে চান সেটি বেছে নিন।