শ্রীপুর পৌর এলাকার দক্ষিন ভাংনাহাটি গ্রামে ছেলে রাতুলকে নিয়ে বাস করেন রাশিদা আক্তার।
গত ৫ আগষ্টের পর এলাকার একটি দুস্কৃতিকারী সন্ত্রাসী চক্র নানা ভাবে এই পরিবারটিকে হেনস্থা করে আসছে বলে জানিয়েছে তারা।
রাত হলেই বাসার আশপাশে অপরিচিত লোকের আনাগোনা বাড়ে। কয়েকবার বাড়ীর মূল ফটক ভেঙ্গে প্রবেশের চেষ্টাও চালিয়েছে তারা। যে কোন সময় সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্বারা বড় ধরনের ক্ষয়ক্ষতির আশংকা করে এ পরিবারটি আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
তবে স্থানীয়রা জানিয়েছেন এ পরিবারটি জায়গা কিনে বাসা তৈরী করে বিভিন্ন কক্ষ ভাড়া দিয়েছেন। তাদের সাথে কারো জমি সংক্রান্ত কোন ঝামেলা নেই।