অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ।
রোববার ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ।
এ আদেশের ফলে শ্রম আইনের পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রইলো বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূসের আইনজীবীরা।
২০১৯ সালের তেসরা জুলাই ঢাকার তৃতীয় শ্রম আদালতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ তিন জনের বিরুদ্ধে মামলা করেন তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গ্রামীণ কমিউনিকেশন্সের চাকরিচ্যুত কয়েকজন কর্মচারি।
এসব মামলা বাতিল চেয়ে ২০২০ সালে তিনি হাইকোর্টে আবেদন করেন। তখন হাইকোর্ট মামলা বাতিলে রুল জারি করে।
পরে শুনানি শেষে গত ২৪শে অক্টোবর এই পাঁচ মামলার কার্যক্রম বাতিল করে রায় দেয় হাইকোর্ট।