রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে ৫৯ রানে জয় পেয়েছে তরুণ টাইগাররা। এ নিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতল বাংলাদেশ।
এর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯ দশমিক এক ওভারে করে ১৯৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে ভারত ৩৫ দশমিক দুই ওভারে ১৩৯ রানে অলআউট হলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।
গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতে বাংলাদেশ।
আবারও অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, “বিজয়ের মাসে আন্তর্জাতিক বিজয়ের জন্য গর্বিত জাতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।”
টানা দ্বিতীয় শিরোপা অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও।