স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এছাড়া একই দিনে দু’জন কমিশনারের বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। দুই কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। তাদের নিয়োগের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। প্রজ্ঞাপনে সই করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক।