বাংলাদেশে গত কিছুদিন ধরেই আলোচনায় আছে দ্রব্যমূল্য। সরকারের দিক থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি খুব একটা নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রধান উপদেষ্টার আজকের ভাষণে এ বিষয়টিও উঠে এসেছে।
মুহাম্মদ ইউনূস তার বক্তব্যে স্বীকার করে নেন যে আন্তরিকভাবে কাজ করলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য তারা এখনো পাননি এবং বাজারে গত কয়েক মাসে কিছু পণ্যের দাম বেড়েছে।
“তবে আমার বিশ্বাস মূল্যস্ফীতি কমে আসবে। আমরা সরবরাহ বাড়িয়ে, আমদানিতে শুল্ক ছাড় দিয়ে, মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। পরিবহন খাতে চাঁদাবাজি এখনো পুরোপুরি বন্ধ করা যায়নি। এটা হলে জিনিসপত্রের দাম আরও কমে আসবে,” বলেছেন তিনি।
আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেছেন যদি কেউ কৃত্রিম কোনো সংকট সৃষ্টির চেষ্টা করে তাকে কঠোর হাতে দমন করবেন তারা।