প্রধান উপদেষ্টার তার এই ভাষণে জানান যে ‘পতিত স্বৈরশাসক ও তার দোসরদের’ বিচার কার্যক্রম এগিয়ে চলেছে এবং আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন।
“বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আসামিদের বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ তারা পাবেন। বিচার প্রক্রিয়া সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অন্যান্য পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বিচারের যেকোনো অংশ চাইলে যে কেউ রেকর্ড করার সুযোগ পাবেন”।
তিনি জানান ‘গণহত্যাকারীদের’ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতাবিরোধী অপরাধের মামলা করবেন বলে তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির প্রসিকিউটর করিম খানকে তিনি জানিয়েছেন