মিয়ানমারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সীমান্তবর্তী দেশগুলোকে নিয়ে থাইল্যান্ডে বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠেয় ওই বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ লক্ষ্যে বুধবার তিনি ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
বৈঠকে বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ভারত, চীন ও লাওসের প্রতিনিধিরাও অংশ নেবেন বলে জানা গিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই বৈঠকে মিয়ানমারের সীমান্ত পরিস্থিতি, অপরাধ তৎপরতা, দেশটির ভবিষ্যৎ এবং সীমান্তবর্তী দেশগুলোর করণীয় নিয়ে নিয়ে আলোচনার কথা রয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে বিভিন্ন সময়ে ১৩ লাখেরও মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। তাদের নিরাপদে ও অধিকারের সঙ্গে নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
মূলত মিয়ানমারের বর্তমান যুদ্ধ পরিস্থিতি শান্ত হয়ে এলে তাদের যাতে ফেরত পাঠানো যায় এ লক্ষ্যেই কাজ করবে বাংলাদেশ।
বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ পরিস্থিতির কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌ চলাচল বন্ধ রয়েছে।