বছরের শেষ দিনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের ব্যয়ের হিসাব দিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য দেখা যাচ্ছে, জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের জন্য ফাউন্ডেশনের মাধ্যমে এ পর্যন্ত মোট প্রায় ৪৮ কোটি টাকা খরচ করা হয়েছে।
ফাউন্ডেশন থেকে এ পর্যন্ত মোট দুই হাজার ২২৮ জনকে সহযোগিতা করা হয়েছে।
এর মাঝে ৬৪৮ জন নিহতের পরিবারকে দেওয়া হয়েছে ৩২ কোটি ৪০ লাখ টাকা।
আর বাকি ১৫৮০ জন হলেন আহত, তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে ১৫ কোটি ৫৮ লাখের একটি বেশি।
জুলাই-অগাস্ট মাসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ করা হয়।
ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।