‘সত্য ও শোষিতের পক্ষে’ শ্লোগানে ‘গাজীপুর সাংবাদিক পরিষদ’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ৩১ ডিসেম্বর প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে এর আত্মপ্রকাশ ঘটে।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির বহুমাত্রিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অসীম বিভাকর, আহাম্মাদুল কবীর খোকন, সাঈদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
২০২৫-২০২৬ মেয়াদের জন্য ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মো. মোজাহিদ সভাপতি ও মেহেদী হাসান সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।