সংগঠনকে গতিশীল করতে গাজীপুর জেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষনা করায় আনন্দ মিছিল হয়েছে শ্রীপুরে।
রোববার বিকেলে শ্রীপুর পৌর বিএনপির আয়োজনে পৌর এলাকার মাওনা চৌরাস্তায় মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী।
রোববার পুরোনো কমিটি বিলুপ্ত করে সাবেক জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
অন্য দুইজন হলেন সাবেক সাধারণ সম্পাদক শাহ রিযাজুল হান্নান ১নং যুগ্ন আহবায়ক ও যুগ্ন আহবায়ক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
শ্রীপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন বেপারী বলেন, নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর তৃণমূলে প্রাণের সঞ্চার হয়েছে। দলকে শক্তিশালী ও সাংগঠনিক কর্মকান্ড কে গতিশীল করতে নতুন আহবায়ক কমিটি কাজ করবে। আমরা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছি।
বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।