বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের মতো বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আজ মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরার সময়ে তিনি এই কথা বলেন।
বিএনপি যেসব সংস্কারের সুপারিশ বা প্রস্তাবনা দিয়েছে, সেগুলোর কিছু স্বল্পমেয়াদী। বাকিগুলো মধ্যম ও দীর্ঘমেয়াদী।
তাদের সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো— প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার গুণ-মান বৃদ্ধি, সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ, জেনারেল ফিজিশিয়ানের অধীনে প্রত্যেক নাগরিকের রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম চিকিৎসা।
বিএনপি যেসব সুপারিশ করেছে সেগুলোর মাঝে যেগুলো স্বল্পমেয়াদী সেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হলেও মধ্য ও দীর্ঘমেয়াদেরগুলো সম্ভব হবে না বলে উল্লেখ করেন তিনি।
“আমরা এই প্রস্তাবগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উত্থাপন করছি। কিন্তু আমরা আশা করি না যে তারা এগুলো বাস্তবায়ন করার সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে। কারণ এরপরের প্রস্তাবগুলো এক থেকে পাঁচ বছর, ১০ বছর পর্যন্ত। এই পর্যন্ত তো একটি অন্তর্বর্তীকালীন সরকার থাকতে পারে না,” বলেন তিনি।
পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে, তারা এগুলো বাস্তবায়ন করবে জানিয়ে তিনি আরও বলেন, “যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায়, তাহলে আমরা যে মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলো বাস্তবায়ন করবো।”