গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে শ্রীপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীপুর পৌর শহরে সংক্ষিপ্ত সমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান টিটো।
এ সময় উপস্থিত ছিলেন বরমী ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান আকন্দ, বরমি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকার, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি আলম হোসেন ভূঁইয়া, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শ্রী দুলাল চৌহান উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আক্তার হোসেন আকন্দ, গোসিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মোড়ল,গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ প্রমুখ।