গাজীপুর জেলা পরিষদ গত জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৯ শহীদ পরিবারের মাঝে এক লাখ টাকা করে মোট নয় লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোদাচ্ছের বিন আলী বিভিন্ন শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাদের সদস্যদের হাতে এ অর্থ সহায়তার চেক তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আলী আদনান, জেলা পরিষদের হিসাবরক্ষক আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, অর্থ সহায়তা পাওয়া শহীদ পরিবারগুলোর মধ্যে রয়েছে:
মহানগরীর কোনাবাড়ী এলাকার নাসির ইসলাম (২১) শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের শরিফুল ইসলাম (২১), বারতোপা গ্রামের জাহাঙ্গীর (৫২),কপাটিয়াপাড়া এলাকার জাকির হোসেন (২৭), টঙ্গীর এরশাদনগরের নাফিসা হোসেন মাওয়া (১৭),মহানগরের গাছা এলাকার তুহিন (১৮),কালিয়াকৈর মৌচাক আন্ধারমানিক এলাকার আবদুল্লাহ আল মামুন (২০),একই উপজেলার রাখালিয়াচালার ইলিম উদ্দিন (৪২),টঙ্গীর দত্তপাড়ার সানজিদ হোসেন মৃধা (১৬)
চেক বিতরণ করে জেলা পরিষদের প্রধান নির্বাহী নিহতদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।