সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শ্রীপুর পৌর শহরে আনন্দ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টা থেকে শুরু হওয়া মিছিলটি শ্রীপুর রেলস্টেশনে গিয়ে শেষ হয়।
বরমী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও বিএনপি নেতা লুৎফর রহমানের উদ্যোগে আয়োজিত এ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর মণ্ডল, উপজেলা কৃষকদলের সভাপতি মুজাহিদ হোসেন, উপজেলা বিএনপি নেতা আক্তার হোসেন, বরমী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সদ্য ঘোষিত গাজীপুর জেলা বিএনপির সংশোধিত কমিটিতে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর অন্তর্ভুক্তিকে স্বাগত জানান। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান।